শিক্ষার্থীদের সরাসরি গুলি না চালানোর রিট খারিজ
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।
আজ রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
এরআগে, কার্যতালিকার ১০ নম্বরে থাকা এই বিষয়ে শুনানি শুরু হয় বেলা ১১টার দিকে। শুরুতেই রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গত বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মাসুদ হোসেন অসুস্থ হওয়ায় এই রিটের শুনানি হয়নি।
এদিকে আজ একই বেঞ্চে কোটা আন্দোলনের সময় বাসার ছাদে গুলিতে নিহত শিশু রিয়া গোপসহ ১৬ শিশুর মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানির জন্য আবেদন করলেও তা শুনানি না করে অন্য কোর্টে যেতে বলেন আদালত।