এক দফা দাবিতে শিক্ষার্থীদের প্রগতি সড়ক অবরোধ
একদফা দাবিতে রাজধানীর বসুন্ধরা-প্রগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে প্রগতি সড়কের পাশে যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা সরকার প্রধানের পদত্যাগ দাবি করেন। বলেন, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনা পদত্যাগ।’ পাশেই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলেও তাদের নীরবর থাকতে দেখা যায়।
অবরোধে তেজগাঁও কলেজ, বঙ্গবন্ধু সরকারি কলেজ, তামিরুল মিল্লাত মাদ্রাসা, ইস্টার্ন ইউনিভার্সিটি, আমির জান কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের পূর্ব ঘোষিত ৯ দফা দাবিতে আজ সারাদেশে এই বিক্ষোভ শুরু হলেও রূপ নেয় এক দফায়। যেখানে অভিভাবক ও শিক্ষকেরাও অংশ নিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, ‘যৌক্তিক দাবির জন্য আমার ভাইদের গুলি করে মারা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কোনো আপস কিংবা সমঝোতা নয়, সরকারকে পদত্যাগ করতে তবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তারা বলেন, ‘আমাদের ন্যায্য দাবিকে বন্দুকের নলায় নিয়েছে সরকার। আমরা বাসা-বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটে নির্যাতনের শিকার হচ্ছি। এখন সরকার আপসের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো আপোষ নয়। আমরা ন্যায় বিচার চাই।’