আবু সাঈদ হত্যা মামলায় জামিন পেল সেই কিশোর
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কিশোরকে জামিন দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তফা কামাল এ আদেশ দেন। কিশোরের আইনজীবী আবদুল মোকছেদ বাহালুল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী আবদুল মোকছেদ বাহালুল বলেন, ৪ আগস্ট এই কিশোরের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে তার আগাম জামিন শুনানির জন্য আদালতে আবেদন দেওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিশোরের জামিন মঞ্জুর করেন। তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি।
রাষ্ট্রপক্ষের শুনানি করেন রংপুর নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শারমিন আফরোজ। তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এই কিশোর রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) ছাত্র। জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৬ বছর ১০ মাস। তবে পুলিশ মামলায় তার বয়স উল্লেখ করে ১৯ বছর।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি