লিঙ্কনস ইনের সদস্য হলেন ব্যারিস্টার ইশরাত জাহান ঐশী

অনলাইন ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১১:৪০
শেয়ার :
লিঙ্কনস ইনের সদস্য হলেন ব্যারিস্টার ইশরাত জাহান ঐশী

ইশরাত জাহান ঐশী

যুক্তরাজ্যের লিঙ্কনস ইন এর সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ইশরাত জাহান ঐশী। সম্প্রতি তাকে এক সংবর্ধনায় তার হাতে প্রশংসাপত্র তুলে দেন লিঙ্কনস ইন সোসাইটির কোষাধ্যক্ষ দ্য আরটি হন লর্ড ব্রিগস অফ ওয়েস্টস্টবোর্ন।

কল টু দ্য বার অনুষ্ঠানে ঐশীকে এ সার্টিফিকেট দেওয়া হয়। অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ক উচ্চ ডিগ্রি নেন।

উল্লেখ্য, অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন-এ কল টু দ্য বার অনুষ্ঠান যেকোনো ব্যারিস্টারের পেশার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

অনুষ্ঠানে ঐশী বলেন, ‘এ ধরনের সম্মান অর্জন খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু একজন ব্যারিস্টারের দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের। আমি পেশাদারিত্বের সঙ্গে লিঙ্কনস ইনের মূল্যবোধ ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’ ইশরাত জাহান ঐশী দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক আবুল খায়ের এবং সরকারি কর্মকর্তা নাজমা পারভীনের কন্যা।