কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কানাডা হাইকমিশনের শোকসভা
কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা ও বিশেষ দোয়া করেছে কানাডায় অবস্থিত অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
গতকাল মঙ্গলবার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে এই শোকসভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
কানাডায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।