রাবি'র হবিবুর রহমান হলের 'পলিটিক্যাল ব্লক' থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে শাখা ছাত্রলীগের সভাপতির রুম থেকে দুটি পিস্তল ও সাধারণ সম্পাদকের রুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছিলেন আন্দেলনকারীরা। এবার শহীদ হবিবুর রহমান হলের 'পলিটিক্যাল ব্লক' থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন তারা। আজ বুধবার বেলা এগারোটার দিকে হলের ১ম ব্লকের ২য় তলার ২০৮ নাম্বার কক্ষ ও তৃতীয় তলার কয়েকটি কক্ষ থেকে এই অস্ত্র উদ্ধার করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এগারোটার দিকে আন্দোলনকারীদের মিছিল থেকে কিছু শিক্ষার্থী হবিবুর রহমান হলে প্রবেশ করেন। এসময় তারা ১ম ব্লকের ২য় তলার ২০৭ ও ২০৮ নাম্বার কক্ষ এবং তৃতীয় তলার কয়েকটি কক্ষ ভেঙে ভিতরে প্রবেশ করেন। সে সময় তারা ২০৮ নাম্বার কক্ষ থেকে পাঁচটি এবং অন্যান্য কক্ষ থেকে কয়েকটি রামদা উদ্ধার করেন। এসময় কয়েকজন রুমের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ভবনের নীচে ফেলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। এসময় 'কোটা না মেধা, মেধা মেধা', 'দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত', আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা', জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
তাদের দাবি, হল খোলা রাখতে হবে, হলগুলোকে ছাত্র রাজনীতিমুক্ত করতে হবে এবং অছাত্রদের বের করে দিয়ে নিয়মিত ছাত্রদের হলে তুলতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান।
এর আগে, সকাল সাড়ে দশটায় হবিবুর রহমান হলের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হলের সামনে প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে থামে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!