চাপে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

জবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৪:৩৫
শেয়ার :
চাপে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

ছাত্রীদের চাপের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট জানান, যারা হলে থাকতে চায়- তারা থাকতে পারবে। আর যারা চলে যেতে চায়- তারা চলে যেতে পারবে। গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।

এদিকে হলে অবস্থান করা ছাত্রীদের নাম-রোল জানতে চাওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বেড়েছে।

 এর আগে আজ বুধবার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রীদের আজ বুধবার বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ  ঘোষণা করা হয়।

এদিকে হল ত্যাগের নির্দেশের পর কঠোর অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা হল না ছাড়তে বিক্ষোভ শুরু করেন। এ সময় ছাত্রীরা- 'প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানব না,' 'মানি না মানব না, হল কারো বাপের না', 'হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব নাসহ নানা স্লোগান দিতে থাকে।