কুমিল্লায় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান
কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’-তে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লার সদরের পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় কুবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরাও।
আজ রবিবার শিক্ষার্থীরা পুলিশ লাইনসে জড়ো হয়ে সেখান থেকে এ পদযাত্রা শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন।
এরপর সাড়ে ১২টা নাগাদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে ১২টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন সমন্বয়ক স্মারকলিপি নিয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার কক্ষে প্রবেশ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমন্বয়ক কমিটির শিক্ষার্থীরা কক্ষে অবস্থান করছেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!