আনার হত্যাকাণ্ড /

৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন

আদালত প্রতিবেদক
০৪ জুলাই ২০২৪, ১২:৩৩
শেয়ার :
৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার হত্যা মামলায় তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করানোর অভিযোগ তুলে তারা প্রত্যাহারের আবেদন করেন।

এরা হলেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভুঁইয়া।

আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাবুবুর রহমানের আদালতে উল্লেখিত আসামিদের জবানবন্দি প্রত্যাহারের উপর শুনানি হয়। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।  

আসামিদের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। শুনানির পর আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন। একই সাথে শুনানিতে আসামিরা অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন। 

এদিকে এ মামলায় আজ বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত আগামী ৮ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ঠিক করেছেন। 

মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ফয়সাল আলী সাহাজী, আসামি মোস্তাফিজুর রহমান ফকির, শিলাস্তা রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কারাগারে রয়েছেন।

গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন।