সম্রাটের অবৈধ সম্পদের মামলায় চার্জ শুনানি পেছাল

আদালত প্রতিবেদক
০২ জুলাই ২০২৪, ১৮:২৭
শেয়ার :
সম্রাটের অবৈধ সম্পদের মামলায় চার্জ শুনানি পেছাল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন চার্জ শুনানির নতুন এ দিন ধার্য করেন।

আজ মামলাটিতে চার্জ শুনানির দিন ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তবে চার্জ শুনানির প্রস্তুতি না থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন রেখেছেন।

২০২১ সালের ১১ মে সম্রাটের একই আদালত এ আসামির জামিন মঞ্জুর করেন। এরপর একই বছর ১৮ মে হাইকোর্ট দুদকের আবেদনে সম্রাটের জামিন বাতিল করে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি ২০২২ সালের ২৪ মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগার পাঠান। এরপর ওই বছর ২২ আগস্ট একই আদালত সম্রাটকে আদালতে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। এরপর পাসপোর্ট আদালতে জমা দিয়ে তিনি জামিনে কারামুক্ত হয়েছিলেন।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।