নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাবি প্রতিবেদক
০১ জুলাই ২০২৪, ১২:২২
শেয়ার :
নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পূর্বেই বিলুপ্ত ঘোষণা কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারন সম্পাদক করে জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি। তিন বছর পূর্ণ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় শাওন-সোবায়েল। এতে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। 

তারা বলছেন, ‘এত নেতার পিছনে রাজনীতি করেও দলের পরিচয় পাওয়ার আগেও কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অথচ দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করলে আমরা এতদিনে রাজনৈতিক পরিচয় পেতাম। আমাদের শ্রম-ঘাম বৃথা গেল। আবার নতুন করে নতুন কোনো নেতার পেছনে রাজনীতি শুরু করা লাগবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের আজ থেকে ০৭/০৭/২০২৪ তারিখের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’