১৬ বছরে পদার্পণ করল বিউপি
১৬ বছরে পদার্পণ করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। আজ বুধবার উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিইউপি দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বিইউপির লেকে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন। পরে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির পরিচালিত ২৭টি ক্লাবের তত্ত্বাবধানে বিইউপি কনকোর্সে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। উপাচার্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় স্ব-স্ব ক্লাবের প্রেসিডেন্টরা তাদের চলমান কার্যক্রম, ক্লাবের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যসহ উপস্থিত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করেন।