ওয়াশিংটনে রাবি এলামনাই এসোসিয়েশনের বনভোজন
আমেরিকায় বাংলাদেশি নতুন প্রজন্মদের সঙ্গে নিয়ে ওয়াশিংটনস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এক বার্ষিক বনভোজন ও মিলনমেলার আয়োজন করেছে।
স্থানীয় সময় রবিবার ভার্জিনিয়ার সবুজ শ্যামল পহিক বে পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল বয়সের প্রবাসী কমিউনিটি ও রাবিয়ানরা গল্প, গান, কবিতা ও খেলাধুলার মাধ্যমে দিনটি উপভোগ করে। রাবিয়ানদের সন্তানরা (আমেরিকার নতুন প্রজন্ম) বিভিন্ন ধরনের খেলাধুলাসহ আড্ডায় মেতে ওঠে এবং নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে।
এপিটাইজার, দুপুরের খাবার, ফলমূল ও সারাদিন চা ও শীতল পানিয়ের মাধ্যমে নেচে গেয়ে গল্পে দিনটি উপভোগ করেন সবাই। প্রায় দেড় শতাধিক রাবিয়ান দীর্ঘ এক বছর পরে আবারও তাদের পরিবারসহ একত্রে মিলিত হয়।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
নবীন-প্রবীণ বেশ কয়েকজন শিক্ষকসহ ১৯৭০/৭১ সালের রাবিয়ান থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ যারা পড়াশুনার জন্য আমেরিকায় এসেছেন তারাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিসি এলাকার জনপ্রিয় শিল্পী ড: সীমা খান ও বাংলা পপ শিল্পী শোয়েব রহমান। স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রবীণ রাবিয়ান ফাতেমা নজরুল ও কাজী স্বপন। পাশাপাশি চলে বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে, নারী ও পুরুষদের বিভিন্ন প্রকারের খেলা।
পরিচিতি, স্মৃতিচারণসহ পুরো অনুষ্ঠানটি চলে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী স্বপন ও অন্যতম সদস্য নজরুল কোয়েলের পরিচালনায়। এছাড়া খেলাধুলা পর্বটি পরিচালনা করেন আহমেদ আজম, মো: আব্দুল হালিম ও মোজাম্মেল হোসেইন জিলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান, প্রবীণ রাবিয়ান নর্থ কেরোলিনা থেকে আগত সোহরাব আলী, রাবিয়ান ড: নজরুল ইসলাম ও শিক্ষা বিশেষজ্ঞ শামীমা তাসনীন।
সার্বিক পরিচালনায় ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান মৃধা, সম্পাদক কাজী স্বপন, সহ-সভাপতি আইভী হাসান, সহ-সভাপতি মামুন আনোয়ার, সহ-সভাপতি দেওয়ান হক হিমু, মোজাম্মেল হেসেইল জিলু, শরীফ হোসেইন, সালাউদ্দিন আহমেদ, লামিয়া মামুন, কার্তিক রায়, রুপালী হান্নানসহ আরও অনেকে।
পুরো অনুষ্ঠানটি ক্যামেরাবন্দী করেন বুয়েটের প্রকৌশলী অরুপ ওরফে বৈশাখী ডালাস।