জাবিতে ডিন নির্বাচনে জয়ী হলেন যারা

জাবি প্রতিনিধি
১৫ মে ২০২৪, ১৯:৫৫
শেয়ার :
জাবিতে ডিন নির্বাচনে জয়ী হলেন যারা

দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ শেষে রিটানিং কর্মকর্তা ও রেজিস্ট্রার আবু হাসান নির্বাচনের ফল ঘোষণা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর ২৬(৫) ধারা ও নির্বাচন সংক্রান্ত সংবিধি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের ডিন নির্বাচনে কলা ও মানবিকী অনুষদে নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক। তিনি মোট ৯৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা পেয়েছেন ৬০ ভোট। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে গণিত বিভাগের অধ্যাপক আবদুর রব ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা ২৫ এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ ৫৭ ভোট পেয়েছেন।

জীববিজ্ঞান অনুষদ থেকে ৫৯ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূহু আলম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ। তিনি পেয়েছেন ৪১ ভোট। সমাজবিজ্ঞান অনুষদে ৫৮ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম পেয়েছেন ৪২ ভোট।

এ ছাড়া বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা এবং আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০১৬ সালের ১০ মে ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়।