দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দিচ্ছে সরকার, আবেদন আহ্বান

অনলাইন ডেস্ক
১৩ মে ২০২৪, ১৬:২৬
শেয়ার :
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দিচ্ছে সরকার, আবেদন আহ্বান

ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে পড়ুয়া, অসচ্ছল পরিবারের কোনো মেধাবী শিক্ষার্থী দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে এককালীন চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এ অনুদানের অনলাইনে আবেদন শুরু হয়েছে। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের https://www.eservice.pmeat.gov.bd/medical লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে।

চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক ‘গুরুতর আহত’র সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থীদের আবেদন আগামী ২৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।