শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে বিইউপিতে কর্মশালা

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৪, ২১:৫৩
শেয়ার :
শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে বিইউপিতে কর্মশালা

শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে বিইউপিতে কর্মশালা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে হয়ে গেলো ‘বিইউপি ন্যাশনাল রিসার্চ ওয়ার্কশপ’ এবং ‘তৃতীয় জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতা-২০২৪’। বিইউপির রিসার্চ সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সমাপনী দিনে আজ রবিবার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিইউপির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা।

নতুন জ্ঞান ও উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিইউপির ইংরেজি বিভাগের তত্ত্বাবধানে গত ১০ মে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। তিনদিন ব্যাপী আয়োজিত কর্মশালায় গবেষণা প্রক্রিয়া, গবেষণা পদ্ধতি ও কৌশল, গবেষণা নিবন্ধ লেখা এবং প্রকাশনা বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুস সোবহান তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইইআর বিভাগের অধ্যাপক ড. মরিয়ম বেগম।

ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কনটেস্ট ৩.০ প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মিডিয়া সেন্সরশিপ, প্রোপাগান্ডা ও এথিকস, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, ডিজিটাল মার্কেটিং, আইন, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।

তৃতীয় জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতা ২০২৪-এ বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষণা দল চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) গবেষণা দল যৌথভাবে প্রথম রানার আপ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দ্বিতীয় রানার আপ স্থান অর্জন করে।