আপিল বিভাগে দুই বেঞ্চে চলবে বিচারকাজ: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১২:৪৬
শেয়ার :
আপিল বিভাগে দুই বেঞ্চে চলবে বিচারকাজ: প্রধান বিচারপতি

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ রবিবার সকালে আপিল বিভাগের এজলাসকক্ষে আইনজীবীদের তিনি এ তথ্য জানান।

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান।

নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।