চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

চট্টগ্রাম ব্যুরো
২১ এপ্রিল ২০২৪, ২৩:০৪
শেয়ার :
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ রবিবার দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শতাধিক গাছের চারা রোপণ করেন তারা। এর আগে গতকাল শনিবার তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ১০ দিনে ৫ লাখের বেশি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

চট্টগ্রাম কলেজের নেতাকর্মীরা জানান, বর্তমান বিশ্বে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ শতাংশ বনায়ন থাকা উচিত, সে জায়গায় আমাদের দেশে বনায়ন আছে মাত্র ১৩ শতাংশ। তাই দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তারা আজকের এই কর্মসূচি পালন করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, অনিক চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, সাংগঠনিক সম্পাদক অর্ণব দেব, ওয়াহিদুর রহমান সুজন, অর্থ সম্পাদক কাজী আব্দুল মালেক রুমি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আরাফাত, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক কায়েস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ও কোতোয়ালী থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু।