ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী-শাকিব
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম ভোট দিয়েছেন ডা. এজাজ। দুপুর ১২টা পর্যন্ত ১০০টি ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান কমিশনার প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
অন্যদিকে, আলোচিত এ নির্বাচনে ভোট দিতে পারছেন না চলচ্চিত্রের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। এদের মধ্যে আছেন আহমেদ শরীফ, ফেরদৌস আহমেদ, মৌসুমী, অরুণা বিশ্বাস, শাকিব খান, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা, পপিসহ বেশ কয়েকজন শিল্পী। এরমধ্যে ফেরদৌস ও পপি ছাড়া বাকি সবাই বিদেশে অবস্থান করছেন।
শীর্ষ নায়ক শাকিব খান শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন। দীর্ঘদিন আড়ালে থাকার কারণে গতবারের মতো এবারও ভোট দিতে আসছেন না চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি।
২১ সদস্য বিশিষ্ট কমিটির বিপরীতে এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন। একটি প্যানেলে রয়েছেন মিশা-ডিপজল, অন্যটি মাহমুদ কলি-নিপুণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা থেকে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে।
এবার নির্বাচনে মোট ভোটার ৫৭১ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন। জায়েদ-মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন-নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এসে উচ্চ আদালত থেকে ১০৩ জন ভোটাধিকার ফিরে পান। ধারণা করা হচ্ছে, নতুন ও ফিরে পাওয়া মিলে মোট ১৫৩ জনের ভোট এবারের নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত