বেলজিয়ামে বৈশাখী উৎসব মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

প্রবাস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৬:০৯
শেয়ার :
বেলজিয়ামে বৈশাখী উৎসব মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মে দেশটির লিয়েজে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন, মনির খান, লালন শিল্পী লায়লা ইয়াসমিন, বেশি আফরোজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন, বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান।

এছাড়া বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ইউরোপের, স্পেন, ফান্স ও সুইজারল্যান্ডে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনের সদস্য চয়ন রায় বলেন, ‘বেলগো বাংলার স্বপ্ন, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুদের মাঝে দেশের ঐতিহ্যকে সঠিকভাবে প্রদর্শন করা। যাতে করে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা মাতৃভূমির সংস্কৃতিকে হারিয়ে না ফেলে। অনুষ্ঠানটি বিনা টিকিটে সবাই উপভোগ করতে পারবেন।’