ব্যাংককে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪। আজ বুধবার অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ এবং কাউন্সিলর (ইকনোমিক) সারোয়ার আহমেদ সালেহীন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
রাষ্ট্রদূত তার বক্তব্যে মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট, এ সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ঐক্যবদ্ধতা ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. মাসূমুর রহমান।