মায়ামীতে বাংলা নববর্ষ উদযাপন
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী-তে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। এ উপলক্ষ্যে মিশন প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনসাল জেনারেল ইকবাল আহমেদ পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এ সার্বজনীন ও ধর্মনিরপেক্ষ দিবসটি পালনের পটভূমি বর্ণনাপূর্বক স্বাগত বক্তব্য রাখেন। তিনি ‘ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ’ রেজিস্টারে অন্তর্ভূক্ত বিভিন্ন বাংলাদেশী উপকরণ/অনুষ্ঠানের বিষয়ে সকলকে অবহিত করেন এবং মিশনে প্রাঙ্গণে প্রদর্শিত সংশ্লিষ্ট উপাদানসমূহের (জামদানী/ শীতলপাটি, মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত মুখোশ ইত্যাদি) প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’র শিল্পীরা বেশকটি রবীন্দ্রসংগীত ও লোকসংগীত পরিবেশন করেন।
নৃত্যশিল্পী আড়ানা মন্ডল ও ৯ বছর বয়সী পিউর নৃত্য সকলকে মুগ্ধ করে।