ইতালিতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফরিদা ইয়াসমিনকে অভ্যর্থনা জানাল বাংলা প্রেসক্লাব

প্রবাস ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৯:৪৮
শেয়ার :
ইতালিতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফরিদা ইয়াসমিনকে অভ্যর্থনা জানাল বাংলা প্রেসক্লাব

‘বাংলাদেশ বিমান গর্ব ও শান্তির নীড়’ ২৭ মার্চ দীর্ঘ ৯ বছর পর ইতালি প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের চাকা স্পর্শ করলো ইতালি রোমের ইন্টারন্যাশনাল লিওনার্দো দা ভিঞ্চি‌ বিমানবন্দরে‌।

স্হানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিমানবন্দরে এসে পৌঁছালে বিমান কর্তৃপক্ষ ও সরকারি মন্ত্রণালয়ের বিশিষ্টজনদের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের রোম আগমনে বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, সদস্য নাজমুল আহসান তুহিন আগত অতিথিদের বিমানবন্দরে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।