ব্যাংককে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ০১:১৬
শেয়ার :
ব্যাংককে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ব্যাংককে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দিনের শুরুতে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রদূত মো. আব্দুল হাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপ-প্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি, মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ এবং কাউন্সেলর (ইকনোমিক) সারোয়ার আহমেদ সালেহীন। 

আলোচনা পর্বে দূতাবাসের কর্মকর্তা এবং আগত অতিথি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর তাৎপর্যভিত্তিক বক্তব্য দেন। 

দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপ-প্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান, প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া, থাইল্যান্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নেয়ামত আলী তালুকদার বাংলাদেশ কমিউনিটির পক্ষ হতে আলোচনাপর্বে অংশ নেন।

রাষ্ট্রদূত মো. আব্দুল হাই তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।