জার্মান ‘ফেডারেল ক্রস অব মেরিট’ পেলেন ড. জাকারিয়া

প্রবাস ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ২২:৩৫
শেয়ার :
জার্মান ‘ফেডারেল ক্রস অব মেরিট’ পেলেন ড. জাকারিয়া

বাংলাদেশি চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ও জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা ড. গোলাম আবু জাকারিয়া শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে চলতি বছর জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি ফেডারেল ক্রস অব মেরিট অর্জন করেছেন। প্রথম কোনো বাংলাদেশি এবং বাঙালি হিসেবে এমন বিরল সম্মাননা পেলেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জার্মানির ভিল শহরে বুর্গহাউস বিয়েলস্টাইন ভবনে অধ্যাপক ড. জাকারিয়ার হাতে সম্মাননা সনদ তুলে দেন ভিলের লান্ডার্ট (জেলা প্রশাসক) ইয়োখেন হাগট। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের পক্ষ থেকে স্মারকটিও অধ্যাপক জাকারিয়াকে পরিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিল শহরের মেয়র উলরিখ স্ট্যুকার, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল, জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনীতি) তানভীর কবির, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদসহ প্রবাসী বাঙালিরা ।

৭০ বছর বয়সী ড. জাকারিয়ার জন্ম বাংলাদেশের নওগাঁর ইকরকুঁড়ি গ্রামে। এইচএসসির পর ভর্তি হয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু দেশ স্বাধীনের পরের বছর বৃত্তি পেয়ে প্রথম ব্যাচেই জার্মানিতে পা রাখেন তিনি। শুরুতে জার্মান ভাষা রপ্ত করার দিকে মনোযোগী হয়েছিলেন। ভাষা শেখার পর প্রকৌশল বিদ্যার কথা ভুলে মেডিক্যাল ফিজিক্স বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার সিদ্ধান্ত নেন।

সফল এই মানুষটি পরবর্তীতে দেশটির আনহাল্ট ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের ক্লিনিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপনা করেছেন। এ ছাড়া কোলন বিশ্ববিদ্যালয়ের গ্যুমারসবাখ টিচিং হাসপাতালের মেডিকেল ফিজিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

ক্যানসার চিকিৎসায় অসামান্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ড. জাকারিয়া অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।