কয়েল-আগরবাতির ধোঁয়ায় কি রোজা নষ্ট হয়?
রমজানের রোজা রাখা একদিকে ফরজ বা আবশ্যক। অন্যদিকে এর ফজিলত এতই বেশি যে, এর পুরস্কার মহান আল্লাহ নিজ হাতে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই রোজাদার ব্যক্তি কামনা করেন, তার রোজা বিশুদ্ধ হোক।
কিন্তু রোজার সকল মাসআলা জানা না থাকার কারণে কখনও দ্বিধায় পড়ে যান একজন গাইরে আলেম। তেমনই একটি বিধান হচ্ছে- কয়েল, ধূপ, আগরবাতি ইত্যাদির ধোঁয়ায় রোজার কোনো ক্ষতি হবে কি না। উত্তর হচ্ছে, এতে কখনও রোজা ভেঙে যাবে, আবার কখনও ভাঙবে না।
যখন ভাঙবে না
রমজান মাসে দিনের বেলা মশার কয়েল, ধূপ, আগরবাতি ইত্যাদি জ্বালানো জায়েজ। এতে রোজার ক্ষতি হবে না। কারণ ধূপ, কয়েল, আগরবাতি ইত্যাদি জ্বালানোর পর আশপাশে সাধারণত এর ঘ্রাণই ছড়ায়। এর ধোঁয়া নাক পর্যন্ত পৌঁছে না। এরপরও অনিচ্ছাকৃত তা নাকে-মুখে চলে গেলে রোজা নষ্ট হবে না। তবে, রোজার দিনে আগরবাতি না জ্বালানোই উচিত। (সূত্র: কিতাবুল আসল: ২/১৭২; ফতোয়া তাতারখানিয়া: ১/২০৮; মাজমাউল আনহুর: ১/৩৬১)
আরও পড়ুন:
কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়?
যখন ভেঙে যাবে
রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কেউ যদি নাক বা মুখ দিয়ে এগুলোর ধোঁয়া ইচ্ছাকৃতভাবে টেনে নেয়, সেক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে। (রদ্দুল মুখতার ২/৩৯৫; আশশুরুনবুলালিয়া: ১/২০২; মাজমাউল আনহুর: ১/৩৬১; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর: ১/৪৫০)
তাহলে বোঝা গেলো, ঘরে মশার কয়েল জ্বালালে রোজার কোনো সমস্যা হবে না। তবে, নাকে-মুখে টেনে নেওয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন:
হজ নিবন্ধনের সময় বাড়ল ২১ দিন
আল্লাহ তাআলা সকল রোজাদারকে দিনের বেলা রোজার হক আদায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের এবং সহিহ সুন্নাহর ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুন:
চাঁদ দেখা কমিটির সভা কাল