শিল্পী সমিতিতে রাজনীতি নিষিদ্ধ
শিল্পী সমিতির কার্যালয়ে টাঙানো নোটিশ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৭ এপ্রিল। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বেশ জমে উঠেছে এফডিসি। চলছে নানা রকম প্রচারণা। মাহে রমজানে ভোটার শিল্পীদের মন জয় করতে কেউ আয়োজন করছেন ইফতারের। কেউবা আবার ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন।
আসন্ন নির্বাচনে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল থাকবেন একটি প্যানেলে। অন্য প্যানেলের নেতৃত্ব দেবেন মাহমুদ কলি ও নিপুণ আক্তার। শোনা যাচ্ছে, অভিনেতা ও প্রযোজক ড্যানি সিডাকও থাকবেন স্বতন্ত্র প্রার্থী। তিনি কলি ও মিশার বিপরীতে লড়বেন সভাপতি পদে।
এদিকে, নির্বাচন ঘিরে কমিশনের পক্ষ থেকে এলো নতুন দিক নির্দেশনা। শিল্পী সমিতির অফিসের ভেতরে রাজনীতিকে এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু স্বাক্ষরিত এক নোটিশে সেই নিদের্শনাটি এসেছে।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
সেখানে বলা হয়েছে, এতদ্বারা সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, যেহেতু ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেহেতু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে করার জন্য বিএফডিসির আর্টিস্ট স্টাডিরুমে কোন প্রকার নির্বাচনী প্রচার প্রচারণা, আপ্যায়ন করা থেকে বিরত থাকার জন্য সকল সদস্যদেরকে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএফডিসির আর্টিস্ট স্টাডিরুমটি শিল্পী সমিতির অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা