বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে এডাস্টে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৮ মার্চ সোমবার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এডাস্ট) অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তার বক্তব্যে তিনি শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।
উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধু যে একাগ্র ছিলেন তার বড় প্রমাণ মিলে বাংলাদেশের প্রথম বাজেট বরাদ্দ বিশ্লেষণ থেকে। বাংলাদেশের প্রথম বাজেটে তিনি প্রতিরক্ষা খাতের চেয়েও শিক্ষা খাতে বেশি বরাদ্দ দিয়েছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বঙ্গবন্ধুর হাতেই প্রতিষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার জন্য অনুরোধ করে বলেন, প্রতিটি মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং তার আদর্শকে অস্তিত্বে ধারণ করতে হবে। তাহলেই নিজের অস্তিত্বকে চেনা যাবে এবং বাংলাদেশকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম সারোয়ার কবির তার দিকনির্দেশনামূলক বক্তব্যে উল্লেখ করেন, জাতির পিতা সব সময় সমতা ও ঐক্যের সঙ্গে কাজ করেছেন। তিনি সবাইকে নিজের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য বলেন। তিনি বলেন, নিজ কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করলেই বঙ্গবন্ধুর আদর্শ বান্তবায়ন হবে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুর দেশপ্রেমের কথা তুলে ধরেন। পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন ও ব্র্যান্ড, কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান বক্তব্য প্রদান করেন। রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার এর সংগ্রহশালা থেকে বঙ্গবন্ধুর ওপর পড়ালেখা করার পরামর্শ দেন।
জাতির পিতার জন্ম দিবস ও শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীগণ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক মাহজাবীন সাঈদা কথা। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আকসা ইমী এবং টেক্সটাইল বিভাগের সৈয়দ সাফায়েত আলি কবিতা আবৃত্তি করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।