ব্রাসেলসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১২:৩২
শেয়ার :
ব্রাসেলসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

অনুষ্ঠানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ জাতির পিতা বঙ্গবন্ধুও তার পরিবারের শহিদ সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আত্মপরিচয় দিয়েছেন। 

দিনের শুরুতে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

জাতিসংঘ শিশু সনদের ১৫ বছর পূর্বে বঙ্গবন্ধুর ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ণের কথা উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুর দূরদর্শিতার উপর আলোকপাত করেন। আজকের শিশুরা জাতির পিতাকে হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশেকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য সবাইকে শিশুদের প্রতি যত্নশীল হবার অনুরোধ জানান ।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় বেলজিয়াম ও লুক্সেমবার্গে বসবাসরত বাঙালি কমিউনিটির সদস্যগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দিনের মূল অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে দূতাবাসে আয়োজিত কবিতা, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

বাংলাদেশ কম্যুনিটির সৌজন্যে জাতির পিতার জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে একটি কেক কাটা হয়। অনুষ্ঠান শেষে ইফতার এর আয়োজন করা হয়।