মায়ামীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১১:০৮
শেয়ার :
মায়ামীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী। গতকাল রবিবার আয়োজনের শুরুতেই মিশনের বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এর পর জাতির পিতা ও ১৫ আগস্টের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কনসাল জেনারেল জাতির পিতার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ সময় জাতির পিতার জীবনীর ওপর নির্মিত একটি ভিডিওচিত্রও প্রদর্শিত হয়। 

আলোচনায় অংশ নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর গোলাম কিবরিয়া এবং কনসাল জেনারেল ইকবাল আহমেদ বঙ্গবন্ধুর জীবনের ওপর সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল আলোচনা করেন। 

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অমিয় দাশ বঙ্গবন্ধুর জীবন নিয়ে রচিত একটি কবিতা আবৃত্তি করেন এবং কিশোর শিল্পী দেব দাশ গিটারে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হয়।