কুয়েতে শিশুদের রং তুলিতে বঙ্গবন্ধু-বাংলাদেশ

কুয়েত প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ১৫:৪৮
শেয়ার :
কুয়েতে শিশুদের রং তুলিতে বঙ্গবন্ধু-বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত শুক্রবার চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তিনটি গ্রুপে ভাগ করা এ প্রতিযোগিতায় ছবিতে ছবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রাণ-প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা।

প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. মুনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।