জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ১৪:৫৬
শেয়ার :
জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির শ্রদ্ধা

ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আজ রবিবার সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।