পর্তুগালে ছাতক উপজেলা এসোসিয়েশন কমিটির অভিষেক

পর্তুগাল প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ১১:২৮
শেয়ার :
পর্তুগালে ছাতক উপজেলা এসোসিয়েশন কমিটির অভিষেক

পর্তুগালের রাজধানী লিসবনে ছাতক উপজেলা এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অবস্থিত টেস্ট অব লিসবন রেস্তোরায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল লতিফ কয়েছ ও পরিচালনা করেন মো. ইরন মিয়া তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা তসলিম উদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে শোনান জাকির হোসেন।

এ সময় আর উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংগঠনিক নেতাদের পাশাপাশি প্রবাসী সাংবাদিকরা।