ইউআইটিএস ও আমেরিকার মিলারসভিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ১৬:২২
শেয়ার :
ইউআইটিএস ও আমেরিকার মিলারসভিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) সম্প্রতি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 

ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (ইউএসএ) পেনসিলভানিয়ার মিলারসভিল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ড্যানিয়েল কুলমালা ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট ইউআইটিএস পরিদর্শন করে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানসহ ইউআইটিএস-এর সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল। 

অনুষ্ঠানে রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন ইউআইটিএসের জন্য এই সমঝোতা স্মারকের গুরুত্ব তুলে ধরেন। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন উদ্দেশের লক্ষ্য স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এই সমঝোতা স্মারকটি ইউআইটিএস এবং মিলারসভিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার দৃঢ় প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়, যার লক্ষ্য বিভিন্ন একাডেমিক ক্ষেত্রে অগ্রগতি চালানো এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অনুষদ সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সমৃদ্ধ করা, একাডেমিক নীতি এবং সাংস্কৃতিক সৌহার্দ্য সম্পর্কে উৎসাহিত করেছিল। 

ইউআইটিএস-এ আইকিউএসি আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে এবং সমস্ত ইউআইটিএস শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত অভিজ্ঞতা উন্নত করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।