এআইইউবিতে ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৪ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ইংরেজি বিভাগের আয়োজনে গত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষার সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র উদযাপন উপলক্ষে দিনব্যাপী ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন এআইইউবি এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের খাবার ও সাংস্কৃতিক সামগ্রী বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয়। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্ল্যাশ মব, নাচ, গানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এম হামিদুল হক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাসহ এআইইউবি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।