দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ শনিবার শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ন্যাশনাল মেডিকেল কলেজ ও জজকোর্ট এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), শাহরিয়ার হোসেন, নাসিম হোসেন, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব।
এছাড়া উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক জাহিদ হোসেন। সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সহসাংগঠনিক সম্পাদক মাসফিকুল ইসলাম, সদস্য তানজিল, সৈকত, আনোয়ার, শামিম প্রমুখ।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!