সোয়া তিন মাস পর জামিন পেলেন সেই শিশুদের মা
আদালত প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণ ঘটানোয় করা মামলায় যুবদল নেতার স্ত্রী হাফসা আক্তার পুতুলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রায় সোয়া তিন মাস পর মুক্তি পাচ্ছেন মায়ের জন্য মানববন্ধন করা আলোচিত সেই শিশু নূরী ও বর্ষার মা।
আজ বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ নূরী ও বর্ষার মায়ের জামিন মঞ্জুর করেন।
হাফসা আক্তার পুতুলের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আদেশের আগে পুলিশের কাছে থাকা হাফসা আক্তারের ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত, সিসিটিভির ফুটেজ দেখেছেন আদালত।’
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
এদিকে মায়ের জামিনের কথা শুনে এজলাস থেকে বেরিয়ে আবেগে আপ্লুত হয়ে উঠে শিশু নূরী ও বর্ষা। সবাইকে ধন্যবাদ জানায় তারা।
প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন গত বছরের ২০ নভেম্বর মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওইসময় পুলিশ জানায়, এক নারী ও পুরুষ আদালতের চারতলা থেকে একটি ককটেল নিচে ফেলে দেন। ওই দিন রাতেই কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতার স্ত্রী হাফসা আক্তার পুতুলকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলে আছেন পুতুল। আজ জামিন হলো।