ড. ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১২:৩৭
শেয়ার :
ড. ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়ল

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়ল। তবে কতদিন সেটি এখনো উল্লেখ করা হয়নি। পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। 

আজ রবিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে পরবর্তী শুনানির জন্যে আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেন। এদিকে আপিলে ন্যায়বিচারের প্রত্যাশা ড. ইউনুসের। অন্যদিকে আজকের আদেশকে নজিরবিহীন বলছেন আসামীদের আইনজীবী।

এর আগে রবিবার সকালে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করেন। আজ দুপুরের পর এ বিষয়ে শুনানির কথা রয়েছে।