ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

আদালত প্রতিবেদক
০২ মার্চ ২০২৪, ০৮:৩৪
শেয়ার :
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ পদে জয় পেয়েছে।  অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল শুধু দুই সদস্য পদে জয় পেয়েছে।

শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন।

সাদা প্যানেল থেকে জয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র সহ- সভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, সহ-সভাপতি পদে মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি।

সদস্য পদে জয়ী হয়েছেন হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মো. আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। এদের মধ্যে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ বিএনপি-জামায়াতপন্থী নীল দল থেকে জয়ী হয়েছেন। 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দুই দিনব্যাপী এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন ৪ হাজার ২৩০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। আর দ্বিতীয় দিন ভোট দিয়েছেন ৫ হাজার ৪০৫ জন।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোটার ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।