মরদেহের পকেটে মিলল জবির স্টুডেন্ট আইডি কার্ড
রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম মো. নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএ (সান্ধ্যকালীন) কোর্সে ম্যানজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা পর আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে একটি মরদেহের পকেটে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড। খবর পেয়ে স্বজন ও বন্ধুরা ঘটনাস্থলে এসে খুঁজতে থাকে। এসময় তার পকেটে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড। বন্ধুরা রাতের মধ্যেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠাতে চেষ্টা করেন।
এ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় পরিবার নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!