স্টকহোমে মহান শহিদ দিবস পালন

অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৮
শেয়ার :
স্টকহোমে মহান শহিদ দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস। ২১ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। পরে ২৪ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্টকহোমের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

দূতাবাস মিলনায়তনে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর রাষ্ট্রদূত মেহ্‌দী হাসানের নেতৃত্বে স্টকহোমের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা এবং আগত অতিথিরা দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা। এরপর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেন। তাদের বক্তব্যে তারা ভাষা আন্দোলনের ইতিহাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা এবং মাতৃভাষার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। 

রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান বলেন, ‘একুশ আমাদের জাতীয় মুক্তির চেতনার উৎস হিসাবে কাজ করেছে এবং আমাদের মহান একুশ আজ স্বদেশের আঙিনা পেরিয়ে বৈশ্বিক চেতনায় পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার উজ্জ্বল উৎস।’

আলোচনা অনুষ্ঠান শেষে একুশের চেতনাকে উপজীব্য করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।