বিইউপিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১
শেয়ার :
বিইউপিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৪। মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এই দিনটিকে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করে। মায়ের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই অমর ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উক্ত দিবস উদযাপনের আয়োজন করা হয়।

জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনটি শুরু করা হয়। অতঃপর বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যুষে ভাষা শহিদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ ছাড়া বিজয় অডিটোরিয়ামে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্যসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া উক্ত আলোচনাসভায় অনলাইনে যুক্ত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।