সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ফের পেছাল
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পারিবারিক দ্বন্দ্বে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার রায় ফের পিছিয়ে আগামী ১৩ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তৃু এদিন বিচারক ঢাকার তিন নম্বর বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান এ তারিখ ঠিক করেন।
এর আগে গত ২৫ জানুয়ারি মামলাটি যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেন একই আদালত। তবে গত ৮ ফেব্রুয়ারি রায় প্রস্তুত না হওয়ায় ২০ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করা হয়।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
সগিরা মোর্শেদের স্বামীর নাম আবদুস ছালাম চৌধুরী। তার বড় ভাইয়ের নাম সামছুল আলম চৌধুরী। মেজো ভাই চিকিৎসক হাসান আলী চৌধুরী। তিনজনই তাদের পরিবার নিয়ে আউটার সার্কুলার রোডে তখন বসবাস করতেন। সগিরা মোর্শেদরা থাকতেন দ্বিতীয় তলায়। চিকিৎসক হাসান তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহীনকে নিয়ে থাকতেন ওই বাসার তৃতীয় তলায়। শাহীন তিনতলা থেকে প্রায় সময় ময়লা-আবর্জনা ফেলতেন, যা সগিরা মোর্শেদের পেছনের রান্নাঘর ও সামনের বারান্দায় পড়ত। এ নিয়ে সগিরার সঙ্গে শাহীনের প্রায় ঝগড়াঝাঁটি হতো।
ওই তুচ্ছ কারণেই শাহীন সগিরাকে শায়েস্তা করার জন্য তার স্বামী হাসানকে দিয়ে তার রোগী তৎকালীন সিদ্ধেশ্বরী এলাকার সন্ত্রাসী মারুফ রেজাকে ২৫ হাজার টাকা দিয়ে ভাড়া করে ১৯৮৯ সালের ২৫ জুলাই সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করান।
মামলার আসামিরা হলেন, নিহতের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও হাসান আলীর স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং ডা. হাসানর্শেদকে গুলি করে কীভাবে হত্যা করা হয়।