ঢাবি ছাত্রলীগের ২৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ২৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকতের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরও রয়েছে।
এর আগে ২০২২ সালের ২০ ডিসেম্বর মাজহারুল কবির শয়নকে সভাপতি ও মো. তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
২৭৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ১নং সহসভাপতি হলেন মো. মেহেদী হাসান নিবিড়, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন নাহিদ ভূইয়া ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন মো. রায়হান সরকার।
উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাদ্দেক বিল্লাহ ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়েক্স শাহরিয়ার নিরব।
কমিটিতে সহসভাপতি হয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক ১১ জন।
অন্যদিকে কমিটিতে পূর্ণ সম্পাদক হলেন ৩৬ জন, উপ-সম্পাদক হলেন ১৩৭ জন, সহ-সম্পাদক হলেন ১০ জন এবং সদস্য হলেন ১১ জন।
সংগঠনটির সভাপতি মাজহারুল কবির শয়ন পদবণ্টনের বিবেচ্য বিষয়ে আমাদের সময়কে বলেন, ‘২৭৯ সদস্যবিশিষ্ট আমাদের এই কমিটি। যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, যারা সংগঠনের সুনাম সবসময় ধরে রেখেছে এবং যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নেই। তাদেরকেই আমরা কমিটিতে স্থান দিয়েছি।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত আমাদের সময়কে বলেন, ‘গতবার ঢাবি ছাত্রলীগের কমিটি ছিল ২৫১ সদস্যবিশিষ্ট। এবার কেন্দ্রীয় ছাত্রলীগ কিছু পোস্ট বাড়ানোর ফলে ২৭৯ বিশিষ্ট কমিটি দিয়েছি। এবার যাদেরকে পোস্ট দিয়েছি, তারা সবাই নির্বাচনের সময় পরীক্ষিত। মেধা-মনন-পরিশ্রম দিয়ে যারা সংগঠনের জন্য কাজ করেছে। তাদের সকলকেই পদ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘স্মার্ট ক্যাম্পাস করার জন্য স্মার্ট ছাত্ররাজনীতির প্রয়োজন। এই কমিটিতে স্মার্ট নেতৃত্ব রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য এই কমিটি অবদান রাখবে। আর আমরা দ্রুত হল কমিটি দিয়ে দেব।’