৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল

অনলাইন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১
শেয়ার :
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। আজ রবিবার বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘কমিশনে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।’

নির্ধারিত নতুন সময়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।