তানজীনা ফেরদৌস এর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
আবৃত্তি শিল্পী ও কবি তানজীনা ফেরদৌস এর কবিতার বই ‘প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও বই পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
গতকাল শুক্রবার ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন ১১ এর সামনে অনুষ্ঠিত হয় মোড়ক উন্মোচন ও বই পরিচিতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবির মা ফাতেমা হোসেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. আসাদুজ্জামান, বাংলা একাডেমির পরিচালক শাহাদাত হোসেন নিপু, ইত্যাদি গ্রন্থ প্রকাশের কর্ণধার আদিত্য অন্তর, বাংলাদেশ শিশু একাডেমি পুরষ্কারপ্রাপ্ত এবং একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত দীপু মাহমুদ, কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, বঙ্গ নিউজ (BDC) চ্যানেলের চেয়ারম্যান প্রফেসর ড. লুৎফর রহমান জয়, পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, বৈতরণী সংগঠক মাসুদ রানা ও রোদেলা দম্পতি উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন লেখক সোহানী শিফা, কবি মূর্শিদ উজ জামান, লেখক কর্মকার অনুপ কুমার, লেখক মাহমুদুন নবী রনি, কবির, অমিত হাসান শান্ত সহ আরও অনেকে। আগত অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান আবৃত্তি শিল্পী ও কবি তানজীনা ফেরদৌস।
এ সময় তানজীনা বলেন, ‘আমি একজন ক্ষুদ্র লেখক এত এত লেখকদের ভিড়ে আমার জন্য এত গুণী মানুষদের পদচারণা, উৎসহ, দোয়া, শুভকামনা ও ভালোবাসা আমাকে আপ্লুত করেছে।’
‘প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে’ কবি তানজীনা ফেরদৌস এর কবিতার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবি বঙ্গসভা পুরষ্কার-২০২৩ এবং আন্তর্জাতিক সৃজন কলা পদক-২০২৩ পেয়েছেন।