সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে হাইকোর্টে প্রতিবেদন

অনলাইন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮
শেয়ার :
সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে হাইকোর্টে প্রতিবেদন

আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে ক্রমধারা (চেইন অব টাইটেল), বাড়ির মানচিত্রসহ যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে দুদকের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান এসব নথি দাখিল করেছেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য সময় আবেদন করবেন দুদক।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অনুসন্ধান শেষ করে গত ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করা হয়েছিল। প্রতিবেদনটি আজ এফিডেফিট আকারে জমা দিতে বলেছেন হাইকোর্ট। ওইদিন বাড়ি সংক্রান্ত যাবতীয় নথিও চেয়েছেন আদালত। তবে আদালত তদন্ত প্রতিবেদনের সঙ্গে সঙ্গে বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি দাখিল করতে বলেন। আদালত সেদিন বলেছিলেন, এই বাড়ির চেইন অব টাইটেল আমাদের দেখাতে হবে।

এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, সালাম মুর্শেদীর বাড়িকে কেন্দ্র করে জাল জালিয়াতির ঘটনা ঘটেছে। এটা দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। এ বাড়ি নিয়ে মামলা হয়েছে, তদন্তে জানা যাবে কার কতটুকু দায় আছে।