রাবি হলের ছাদ ধস: এখনো কাজ শুরু করেনি তদন্ত কমিটি

রাবি প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪
শেয়ার :
রাবি হলের ছাদ ধস: এখনো কাজ শুরু করেনি তদন্ত কমিটি

রাবির নির্মাণাধীন হলের একাংশের ছাদ ধসের পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন হলের ছাদ ধসের ঘটনার পর ওইদিনই (৩০ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে, সাত কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস শেষ হলেও কমিটি এখনো কাজই শুরু করেনি।

আজ শনিবার দুপুরে কমিটির আহ্বায়ক এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কামারুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক কামারুজ্জামান সরকার বলেন, ‘আমি রাজশাহীর বাইরে আছি। এখনো তদন্ত কাজ শুরু করতে পারিনি। যেহেতু কাজই এখনো শুরু করতে পারিনি, সেহেতু প্রতিবেদন কবে দিতে পারবো, সেবিষয়ে কিছু বলতে পারছিনা।’

তবে, কমিটির সদস্য রাবির প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমরুল হাসান বলেন, ‘আমাদের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, সবাই এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। ওনারা হয়তো কাল বা পরশু আসবেন।’

কমিটির আরেক সদস্য রাজশাহীর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল ইসলামের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে, এক নারী কল রিসিভ করে ‘রং নাম্বারে কল দিয়েছেন’ বলে কলটি কেটে দেন।

এখনো তদন্ত কমিটির কাজ শুরু না হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘কাজ শুরু না হওয়ার বিষয়ে আমি কিছু বলতে পারবোনা। কমিটি গঠনের পর তাদের চিঠি দেওয়া হয়েছে। তারা হয়তো শুক্র-শনিবারের কারণে কাজ শুরু করেননি।’

গত মঙ্গলবার কমিটি গঠনের পর বুধ ও বৃহস্পতিবার দুইদিন কার্যদিবস ছিল জানালে তিনি বলেন, ‘তাদের চিঠি দিয়েছি, সেটাতো তাদের রিসিভ করতে হবে। সম্ভবত তারা বৃহস্পতিবারে চিঠি পেয়েছেন। তাদেরও আবার কমিটির মিটিং করতে হবে। এরপরে তারা কাজ শুরু করবেন। আমরা বিশ্বাস করি, যথেষ্ট যোগ্য লোকদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে। তারাও হয়তো নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যেই রিপোর্ট দিয়ে দিবেন। তারপরও কাজটা দ্রুত শুরু করার জন্য কথা বলবো।’

তবে, চিঠি পাওয়ার বিষয়ে কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমরুল হাসান বলেন, ‘আমরা মৌখিকভাবে জানি, কে কে কমিটিতে আছেন। কমিটি গঠনের দিনই (৩০ জানুয়ারি) আমাকে ফোনে জানানো হয়েছে। আর চিঠির বিষয়ে আমি জানিনা।বৃহস্পতিবার ছুটিতে ছিলাম।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢালাই শেষে রাবির নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একাংশের ছাদ ধসে পড়ে। এতে নয়জন শ্রমিক আহত হন। হলের একাংশের ছাদ ধসে পড়ায় বাকি কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন ওঠে। তাই, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এক জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।