সংস্কৃতি রাজনীতির কাছে চলে গেছে: নাট্যকার মামুনুর রশীদ

রাবি প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৪, ১৬:০০
শেয়ার :
সংস্কৃতি রাজনীতির কাছে চলে গেছে: নাট্যকার মামুনুর রশীদ

বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ বলেছেন, ‘আমরা আমাদের বাংলাদেশকে সাংস্কৃতিক রাষ্ট্র গড়ে তুলেছিলাম, সেই সাংস্কৃতিক রাষ্ট্র এখন আর নেই। সেটি রাজনীতির কাছে চলে গেছে। তার মধ্যে আনর্ত যে সাহস দেখিয়েছে, যে বিশাল নাট্যকর্মীদের একত্রীত করেছে এটা আমাদের জন্য পরম গৌরবের, পরম আনন্দের বিষয়।’ 

আজ সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনর্ত নাট্যমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। থিয়েটার বিষয়ক পত্রিকা ‘আনর্ত’ এই মেলার আয়োজন করে।

মামুনুর রশীদ বলেন, ‘আমাদের এই শীতের সকালকে উষ্ণ করে দিয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা নাট্যকর্মীরা। যেখানে একটা সময় মানুষ সংস্কৃতিকে মনে প্রাণে স্মরণ করত, সেই কাল এখন ক্ষীয়মান, অতীত।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘নাটক আমাদের সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। আসলে সমাজ পরিবর্তন হঠাৎ করে করা যাবে না। আমাদের যে মনোজাগতিক পরিবর্তনে বাঙালীর যে লুকায়িত সাহিত্য- সংস্কৃতি, তা যদি আমরা বর্ধিত করতে পারি, তবেই মনে হয় আমরা আবার ফিরে আসব বাঙালির সংস্কৃতিতে। যা বিশ্বের অন্যন্য অন্যতম ও প্রাচীন সাংস্কৃতি।’

উদ্বোধন শেষে ‘শিল্পযাত্রা’ শিরোনামে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেলাপ্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ‘থিয়েটারের মানুষে মানুষে সৌহার্দ্য: উপেক্ষায় সম্ভাবনার সূত্র’ শীর্ষক আনর্তবৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে তিনটা থেকে সারাদিনব্যাপী কয়েকটি নাটক অনুষ্ঠিত হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্র, অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন (এস), আবৃত্তি সংগঠন স্বনন, অনুশীলন নাট্যদল, মুকাভিনয়, তীর্থক নাটক, বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) সংগঠনের স্টল রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাইরের সংগঠনগুলোর মধ্যে আছে রাজশাহী থিয়েটার, রাজশাহীর হেরিটেজ আর্কাইভস, বগুড়া থিয়েটার, নাটোরের ভোর হলো ও ইঙ্গিত থিয়েটার, সান্তাহারের চৌপাশ থিয়েটার ও পাবনার ড্রামা সার্কেল। এছাড়া তথ্য সরবরাহের জন্য মেলায় রয়েছে ‘সূত্রসন্ধান ও টিকেট’ স্টল। রয়েছে ‘বইয়ের হাট’। নাট্যমেলায় আসা দর্শনার্থীরা এখানের নাট্য সংশ্লিষ্ট নানা রকমের বই, ম্যাগাজিন, ছোট পত্রিকা কিনতে কিংবা পড়তে পারবেন।