ঢাকা ক্লাবের ইজিএম হতে বাধা কাটল
ঢাকা ক্লাবে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামীকাল ঢাকা ক্লাবের ইজিএম হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ শুক্রবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। শুধু এই মামলাটি শুনানির জন্য আজ বিশেষ চেম্বার আদালত বসেছিলেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
ঢাকা ক্লাবের আইনজীবী শেখ আওসাফুর রহমান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবের ইজিএম দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ক্লাবের সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।